সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজারে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ জাল টাকার নোট ও জাল টাকা তৈরির ব্যবহৃত একটি প্রিন্টারসহ জালিয়াত চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত শরিফ উল্লাহর পুত্র মোঃ আখলিছ মিয়া ও শেরপুর জেলার মৃত তাইকেন মরং'র স্ত্রী শিলা রানী রিচিল। পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সমরাজ মিয়া ও এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজারে অভিযান চালিয়ে জনৈক কাদির মিয়ার দোকান থেকে জাল টাকা তৈরির প্রিন্টারসহ ১ হাজার টাকার অবিকল নকল মুদ্রা, প্রতি পাতায় ৪টি করে মুদ্রা ছাপানো ১২০ পাতায় মোট ৪৮০টি জাল নোট (চার লক্ষ আশি) হাজার টাকাসহ ২ জনকে আটক করা হয়েছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান জাল টাকার নোটসহ দুইজনকে আটকের বিষয়টি স্বীকার করে জানান, পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
সেলিম মাহবুব,সিলেট
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.