সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান পলাশের সরকারি মোবাইল নাম্বার (০১৭৩০-৩৩১১০৭) ক্লোন করে চাঁদা আদায়ের চেষ্টা করেছে একটি প্রতারক চক্র। তবে এ ব্যাপারে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধার দিকে নাম্বরটি ক্লোন করে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়।সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসানের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমানের কাছে অনৈতিক সুবিধা চায় ঐ চক্র।
ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান বলেন, ইউএনও ধর্মপাশা-এর অফিসিয়াল নাম্বার ০১৭৩০-৩৩১১০৭ ক্লোন করে কয়েকটি প্রতারক চক্র সম্প্রতি উপজেলার বিভিন্ন মানুষকে ফোন করে বিভিন্ন অনৈতিক প্রস্তাব করছে। এ ব্যাপারে ধর্মপাশা থানায় একটি জিডি করা হয়েছে।
তিনি আরো বলেন,বিষয়টি জানার পর আমি আমার নাম্বর থেকে কেউ কোনো টাকা-পয়সা চাইলে না দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ করে ফেসবুকে সতর্কমূলক পোস্ট দিয়েছি। পাশাপাশি কারো কাছে এমন ফোন আসলে বিভ্রান্ত না হয়ে, অনুগ্রহ করে কলটি কেটে পুনরায় কল করার (এতে সরাসরি মূল নাম্বারে কল আসবে) এবং থানায় জিডি করার অনুরোধ করা হলো।
অনুরোধ ক্রমে-
মুনতাসির হাসান পলাশ
ইউএনও
ধর্মপাশা, সুনামগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.