সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৮জনই বিবাহিত। বিবাহিতের তালিকায় এ কমিটির সভাপতিসহ সম্পাদক মন্ডলীর সাতজন সদস্য রয়েছেন। ফলে সাংগঠনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। আর এ কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। তবুও এখন পর্যন্ত নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। এমনকি চলমান কমিটি অদ্যাবদি পূর্ণাঙ্গ হয়নি। ফলে উপজেলা ছাত্রলীগে নতুন নেতৃত্ব বাধাগ্রস্থ হচ্ছে।
২০১৮ সালের ২৪ জুন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। এক বছর মেয়াদে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটিকে উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটি গঠন করে সুষ্ঠুভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছিল জেলা কমিটি। এছাড়াও তাদের ওপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও ছিল। কিন্তু দীর্ঘ ৩ বছরে এ কমিটি মাত্র তিনটি ইউনিয়ন কমিটি গঠন করতে পেরেছে। এদিকে সংগঠনের গঠনতন্ত্রকে তোয়াক্কা না করে উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিয়ে করেছেন। তার একজন মেয়ে সন্তান রয়েছে। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজাত আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক হাসান আহমেদ রিয়াদ, সাংগঠনিক শাকিল মাহমুদ খান, আমির উদ্দিন, মেহেদী হাসান বাবর, সাদ্দাম হোসেন সাগর, দপ্তর সম্পাদক ফারুক মিয়া বিয়ে করেছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি আরমান আহমেদ। তিনি (আরমান) জানিয়েছেন এর ফলে সংগঠনের কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। আর কমিটিও পূর্ণাঙ্গ হয়নি। তাই দ্রæত নতুন কমিটি গঠন করার জন্য জেলা কমিটির কাছে দাবি জানিয়েছেন তিনি।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান বলেন, কমিটি পূর্ণাঙ্গ করার সময় বিবাহিতদের বাদ দিয়ে তালিকা প্রকাশ করা হবে। ছাত্রলীগে থাকা অবস্থায় বিবাহ গঠনতন্ত্র বহির্ভূত।
উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, কমিটি গঠনের সময় বিবাহিত কাউকে পদ দেওয়া যায় না। কমিটি হওয়ার পরে অনেকেই বিবাহ করতে পারে এবং তারা থাকতে পারে যতদিন কমিটি না ভেঙে যায়। আমরা তিনটি ইউনিয়ন কমিটি করেছি। কিন্তু করোনার কারণে অন্য ইউনিয়নের কমিটি ও উপজেলা কমিটি পূর্ণাঙ্গ করা যায়নি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, বিবাহিতদের ছাত্রলীগে থাকার সুযোগ নেই। আমরা ওই (ধর্মপাশা) উপজেলায় সম্মেলন দেওয়ার চেষ্টা করছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগস্টের পরপরই আমরা সম্মেলনের তারিখ দিয়ে দিবো। তখন বিবাহিতদের বাদ দিয়ে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
দেশ যুগান্তর/আরজে