বগুড়ার ধুনট উপজেলার বড়বিলা গ্রামে ফুটবল টুর্নামেন্ট -২০২১ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল ৪ টার দিকে বড়বিলা ইট ভাটা খেলার মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন টি,আই, এম নুরুন্নবী তারিক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ ধুনট উপজেলা শাখা।
মাসুদুল হক বাচ্চু সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আব্দুল হাই খোকন সাধারণ সম্পাদক ধুনট উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, ধুনট উপজেলা পরিষদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম (সবুজ), সাগর, কামরুল হাসান ত্রাণ বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ সহ প্রমুখ।
খেলা পরিচালনায় ছিলেন, আব্দুল হাই খোকন সাধারণ সম্পাদক ধুনট উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান ধুনট উপজেলা, সহকারী হিসেবে ছিলেন, ইকবাল হোসেন রিপন সাবেক সভাপতি ধুনট উপজেলা ছাত্রলীগ।
সঞ্চালনায় ছিলেন, আবু সাদ্দাত (সায়েম) সহ সভাপতি, ধুনট উপজেলা ছাত্রলীগ
ফাইনাল খেলায় শান্তাহার বগুড়া ও ছোটদিয়ার গোসাইবাড়ী এই দুইটি দল অংশগ্রহন করে। এতে ৪-৩ গোলে শান্তাহার বিজয়ী হয়।
ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা যা দেখার আগ্রহ অনেক মানুষের মাঝে আছে। করোনায় মহামারি কারণে এই জনপ্রিয় খেলা গুলো আর হচ্ছে না। এর কারণে যুবকরা অনলাইনে বিভিন্ন গেইমে আসক্তি হচ্ছে। ফুটবল খেলায় আয়োজন শুনে গোসাইবাড়ী ইউনিয়নের, জোড়খালী, নাটাবাড়ী, খোকশাবাড়ী, চুনিয়াপাড়া, মবুয়াখালী সহ পাশ্ববর্তী গ্রাম গুলো থেকে অনেক মানুষ আনন্দের সাথে খেলা দেখতে আসেন। অনেক সুন্দর পরিবেশে খেলা শুরু করেন। সুস্থ ও মনোরম পরিবেশে খেলা শেষ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.