নবীগঞ্জের জালালপুরে শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে একটি বাগানের প্রায় দেড় শতাধিক গাছ কেটে ফেলেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালাল পুর গ্রামে সাংবাদিক বদলুল ইসলামের মালিকানাধীন বাগানে৷
স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক বদরুল ইসলামের মালিকানাধীন ৫ শতক জমির উপর বাগান তৈরী করেন। এতে ২শতাধিক ফ্লিপটার জাতের গাছের চারা রোপন করেন। সোমবার রাতে দূর্বৃত্তরা শত্রুতার জেরধরে উল্লেখিত গাছগুলো কেটে ফেলে। সাংবাদিক বদরুল ইসলাম পরদিন মঙ্গলবার সকালে তা জানতে পারেন। ক্ষতিগ্রস্ত সাংবাদিক বদরুল ইসলাম বলেন, একটি কুচক্রী মহলের সাথে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে, এরই জেরধরে তারা ক্ষিপ্ত হয়ে গাছ কর্তনের ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছেন বলে অভিযোগ করেন৷
এব্যাপারে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ বলেন, ঘটনাটি ন্যক্কারজনক। বিবেকহীন মানুষ ছাড়া এ ধরনের জঘন্যতম কাজ করা সম্ভব নয়। এঘটনায় তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানিয়েছেন সাংবাদিক বদরুল ইসলাম৷
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.