বৃহস্পতিবার (২২ শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড গরু বাজার সংলগ্ন রাস্তায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে সোহাগ মিয়া (২২)নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মনোহরদী পৌরসভার অন্তর্গত মনোহরদী বাসস্ট্যান্ড এলাকার গরু বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।নিহত সোহাগ মিয়া(২২) গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকার দীঘিরপাড় গ্রামের অহিদ উদ্দীনের ছেলে।সোহাগ মিয়া নরসিংদী প্রেসিডেন্সি কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত ছিল।বিষয়টি নিশ্চিত করেছেন গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত রবিন।জানা যায়,এসএসসি পরীক্ষার্থী ছোটবোনকে পরীক্ষা কেন্দ্রে নামিয়ে মোটরসাইকেল দিয়ে বাড়িতে ফেরার পথে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন গরু বাজারের কাছে এসে তাঁর সামনে থাকা সিএনজি ওভারটেক করতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেল চালক সোহাগ মিয়া ছিটকে পড়ে যায়।সে সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক কলেজ শিক্ষার্থী সোহাগ ঘটনাস্থলেই মারা যায়।পরে উপস্থিত স্থানীয় লোকজন কাভার্ডভ্যানটিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।এদিকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি আবুল কাশেম ভূ্ঁইয়া বলেন,নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে,তবে চালক পালিয়ে গেছে।#
মোঃ মোবারক হোসেন নাদিম
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.