নালিতাবাড়ী উপজেলার ভাগাই নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা গাছ ধরতে নেমে নিখোঁজ যুবক বোরহান উদ্দিন (২১) এর লাাশের সন্ধান মিলেছ।
রবিবার (২৭ জুন) সকালে উপজলার কালাকুমা এলাকায় নিখোঁজের পর সোমবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নদীর হাতিপাগোর এলাকায় তার লাশ ভেসে ওঠে।
স্থানীয় সূত্রে জানায়, রবিবার ভোর রাতে ভাগাই নদীতে পাহাড়ি ঢল নামলে ঢলের সাথে পাহাড়ি গাছের গুড়ি ও লাকড়ি ভেস আসে। সকাল থেকে ভাগাই নদীর বিভিন্ন স্থানে গাছ এবং লাকড়ি ধরেছিলেন স্থানীয়রা। একপর্যায় কালাকুমা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন ঢলের পানিতে ভেসে আসা একটি পাহাড়ি গাছ ধরতে নদীতে নামে। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরে রবিবার দিনভর খোঁজাখুঁজির পর সোমবার দিনভর ফায়ার সার্ভিসের কর্মীরা নদীর বিভিন্ন স্থানে বোরহানের সন্ধান চালায়। একপর্যায় ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিপাগোর এলাকায় বোরহানের লাশ পানিত ভাসতে দেখে স্থানীরা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশদ আলম খোকা বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2025 দেশ যুগান্তর. All rights reserved.