১১ জুন দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোর্কণ বেড়িবাঁধে সিএনজি চালিত অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় মোঃ আছিউর রহমান মিয়া (৬৮) নামে এক প্রবীন ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন।
নিহত আছিউর রহমান মিয়া নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের বড় বাড়ীর মৃত মাতু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ধান চাউরে স্টক ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় দ্রুতগতির ফিসারিজের কাজে নিয়োজিত একটি পিক আপভ্যান যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে যাত্রীসহ গাড়িটি রাস্তায় পড়ে যায়।অন্য যাত্রীরা আহত হলেও আছিউর রহমানের অবস্থা আশংকাজনক হলে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা নিয়ে যেতে বলেন। ঢাকা নেওয়ার সময় পথিমধ্যে আছিউর রহমান মারা যান।
সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষটি নিহতের আত্মীয় মোঃ ফায়েজ মিয়া সহ স্থানীয়রা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.