শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি ফরিদগঞ্জে দূর্নীতিবাজ ইউপি সচিব শামিমের বিচার চেয়ে বিক্ষোভ রায়পুরে অবৈধভাবে বালু উত্তলন, চারটি ড্রেজার জব্দ করে যৌথবাহিনী! ফরিদগঞ্জে চাল নিয়ে চালবাজির অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলার আসামি দিদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত  তারুণ্যের আয়োজনে নাইট শর্টপিছ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভিক্টোরি, রানার্সআপ কয়াল বাড়ি একাদশ রায়পুর পৌর জামায়াতের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত রায়পুরে সাবেক যুবলীগ নেতা আটক! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন রাশেদ আমিন জামায়াতের আমীরের আগমনে ‎রায়পুরে লিফলেট বিতরণ

না বললে কি আমার ইজ্জত ফিরে আসবে?

দেশ যুগান্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৭২২ বার দেখা হয়েছে

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পর প্রধান আসামি ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ অন্য আসামিদের গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি।

একই সঙ্গে ন্যায়বিচার পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার (১৪ জুন) সন্ধ্যায় বনানীর বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীমনি এসব কথা বলেন।

মামলার প্রেক্ষাপট তুলে ধরে পরীমনি বলেন, ‘মামলার প্রস্তুতি নেয়ার পর আসামির পক্ষ হয়ে অনেকে আমাকে নায়িকা হিসেবে ক্যারিয়ার, নারী হিসেবে আঙ্গুল তুলবে মানুষ, এমন কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাই বলে বিচার চাইবো না আমি? চার দিন ধরে সবাই আমাকে এ কথা বলেছে। ইজ্জত তো হানি হয়েছে। এ কথা না বললে কি আমার ইজ্জত ফিরে আসবে?’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘ক্লাবের ওখানে যাওয়ার পরে নাসির আমাদের বলেন, আপনারা নামতে পারেন, সমস্যা নেই, নিরাপত্তা আছে। কোনো ক্লাবে হুট করে যাওয়া যায় না। তাছাড়া তখন রাত প্রায় ১২টা। প্রথমে সিকিউরিটি আমাদের প্রবেশ করতে দিচ্ছিল না। আমি প্রথমে তার (নাসির) নাম জানতাম না। পরে আমি নাম জানতে পারি। আমি এইটুকু জানতে পারি তিনি বেনজির আহমেদের (আইজিপি) বন্ধু। আমি শুধু অমির নাম জানতাম। আমি নাম জানি না বলে কি পুলিশকে ঘটনা বলবো না? সিসিটিভির ফুটেজ আছে না। সেটা দেখলেই আসল ঘটনা বের হয়ে আসবে। চার দিন ধরে তার লোকজন দিয়ে আমাকে সরি বলেছে। চার দিন ধরে আমাকে ধরিয়ে রাখা হয়েছে। সে যদি ভিকটিম হয়ে থাকে তাহলে সে কেন যায়নি থানায়?’

দামি মদের বোতল নেয়ার অভিযোগের বিষয়ে পরীমনি বলেন, ‘এখন তারা তো কিছু একটা বলতে হবে। ১৫ সেকেন্ডর ভিডিও শোনেন। ওই ভিডিওর কথাগুলো কানে নিতে পারবেন না। তারপরও যদি তারা এই অভিযোগ করেন তাহলে কিছু বলার নেই। আমাকে কেন আঘাত করলো, সেটা আমি জানি না।’

ক্লাবের সদস্য নাকি আপনার দাওয়াত ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সদস্য না। দাওয়াতও ছিল না।’

সাধারণ একজন নারী হিসেবে এই ধরনের ঘটনায় বিচার চাওয়া কঠিন হয়ে যায়। সে হিসেবে আপনার অভিজ্ঞতার বিষয়ে যদি বলতেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি গত চার দিন ধরে বুঝে গেছি কত কঠিন। আমি যতক্ষণ না এর সুবিচার পাবো ততক্ষণ লড়ে যাবো।’

আসামি গ্রেপ্তার ও গণমাধ্যম পাশে থাকায় ভরসা পাচ্ছেন জানিয়ে পরী বলেন, ‘আমি এখন ভরসা পাচ্ছি। আপনারা (সাংবাদিকরা) আমার পাশে আছেন। আমি এখন উঠে দাঁড়ানোর সাহস পাচ্ছি। আমি এখন পুরোটা লড়তে চাই।

দেশ যুগান্তর/আরএইচ

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102