ক্যাপ্টেন শেখ কামাল ও বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে নীলফামারীর ডোমারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার(২৭ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন নিজস্ব হলরুমে আলোচনা সভার আয়োজন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম আগামী ৫আগষ্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী ও ৮আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন এবং ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সময়সূচী নির্ধারন করেন।
এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা নুরননবী উপস্থিত থেকে বক্তব্য দেন।
এছাড়াও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,উপজেলা প্রশাসনের দপ্তর প্রধান,ইউপি চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা,রাজনীতিবিদ,সাংবাদিকগণ অংশ গ্রহন করেন।
মোঃরিমন চৌধুরী,নীলফামারী