নীলফামারীর জলঢাকায় কঠোর লকডাউনের কারণে অসহায় ও দিন মজুর মানুষেরা বিভিন্ন ধরনের সংকটে পরেন। এই সংকট মোকাবেলায় তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় কঠোর বিধি নিষেধের কারণে কর্মহীন গরিব,দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ত্রাণ সামগ্রী বিতরন করেন।
করোনা মহামারির এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে সেনাবাহিনীর নিজস্ব খাদ্য ভান্ডার থেকে ১০০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরন করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন, ইফানা বিনতে সারোয়ার। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল,লবন, তেল, সাবান ।
এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান নয়ন,সহকারী কমিশনার ভূমি সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া,পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম আজম (এলিচ)।
দেশ যুগান্তর/আরজে