নীলফামারীর ডোমার উপজেলায় স্বাস্থ্যবিধি না মেনে টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছে। (৬জুলাই) মঙ্গলবার দুপুরে ডোমার বাজারের প্রধান সড়কে টিসিবি’র ট্রাকে গাদাগাদি করে শতশত মানুষ তেল, চিনি ও ডাল ক্রয় করে।
এসময় অনেকের মুখে মাস্ক ছিল না। ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী ও ডিলার ছাবের আলীও ভীড় সামলাতে হিমসিম খায়।
টিসিবি’র পণ্য ক্রেতা আব্দুল করিম জানান, অনেক কষ্ট করে দুই লিটার তেল ও এক কেজি ডাল নিতে পেরেছি। সানোয়ার ইসলাম বলেন, বাজারের চেয়ে দাম কম হওয়ায় এখানে এসেছি,মানুষের ভীড়ে মাস্ক পড়ে গেছে। হারুন ইসলাম বলেন, আমরা গরীব মানুষ। করোনা ও লকডাউনে কাজকর্ম বন্ধ আছে। দাম কম হওয়ায় এখানে টিসিবি’র পণ্য কিনতে এসেছি।
পথচারী অনেকে অভিযোগ করে বলেন,এভাবে একসাথে এতো মানুষ গাদাগাদি করলে করোনা আরো ভয়াবহ আকার ধারণ করবে। তারা ডিলারের সংখ্যা বৃদ্ধি করে কয়েকটি স্থানে খোলামেলা যায়গায় পণ্য বিক্রির দাবী করেন।
ট্যাগ অফিসার আব্দুল বারী জানান, ট্রাকে পণ্য নিয়ে আসার সাথে সাথে মানুষজন ভীড় জমায়। এতো মানুষ আসায় আমরাও দিশেহারা হয়ে পড়ি। স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রির চেষ্টা করছি।