নীলফামারীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নীলফামারী জেলার ১৯নভেম্বর ১৯ থেকে ১৬আগষ্ট ২১ পর্যন্ত জব্দ করা মাদকের আলামতের বিচার নিষ্পত্তিতে ১হাজার ৩৫৮টি মাদক সহ বিভিন্ন আলামত মোট ২৫৬ টি মামলার মাদকের আলামত ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৬ আগষ্ট) বিকালে পুরাতন জেলখানা চত্বরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মোঃ জাহিদুল হক, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাফিজুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সহদেব চন্দ্র রায় ও মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) লিজা বেগম প্রমূখ।
কোর্ট পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম মোমিন যানান, ২৫৬টি মামলার মধ্যে ইয়াবার ৯টি মামলায় ৯৯ পিস ইয়াবা, ৭৭ মামলার ৫৫ কেজি ৪৬৫ গ্রাম গাঁজা, ৫২ মামলার ১ হাজার ৪৪৭ পুড়িয়া গাঁজা, একটি মামলার এক কেজি ৩ গ্রাম হেরোইন, ১৫ মামলার ২৯৩ হেরোইনের পুড়িয়া, ৩৪ মামলার ২৯১ বোতল ফেন্সিডিল ও ৬৮টি দেশী মদ মামলার ৩৭১ দশমিক ১০ লিটার ধ্বংস করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.