নোয়াখালীতে গ্রাম পুলিশ হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ সুমন (২৮) কে গ্রেফতার করেছে র্যাব -১১ সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২৬ জুলাই) দুপুরে বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটটককৃত সুমন বেগমগঞ্জ উপজেলার তুলাচরা মনকাজী বাড়ির মোবারক উল্যাহ’র ছেলে।
অনুসন্ধানে জানা যায়, বেগমগঞ্জের ২নং গোপালপুর ইউপির তুলাচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আইন শৃংখলা বাহির উপর গুলি চালিয়ে কেন্দ্র দখল করে। এবং গ্রাম পুলিশ হত্যার মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনেসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, আসামীকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের অভিযান অভ্যাহত থাকবে।
দেশ যুগান্তর/আরজে