লক্ষ্মীপুর প্রতিনিধি : কোমলমতি কুরআনের পাখিদের প্রাণবন্ত উপস্থিতিতে বাংলা ভিশনের সম্প্রসারিত পবিত্র কোরআনের হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ লক্ষ্মীপুর জেলার অডিশন রাউন্ড শুরু হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ ঘটিকা পযর্ন্ত পবিত্র ‘কুরআনের আলো সদর উপজেলার ভবানীগঞ্জ পূর্বচরভূতা জামিয়া মাদানিয়া মাদ্রাসা লক্ষ্মীপুরের আয়োজন রেজিস্ট্রেশনের মাধ্যমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মেসার্স শুভ রাহিম ব্রিকস, জামিয়ার সভাপতি সোহাগুর রহমান( শুভ) অত্র মাদ্রাসার পরিচালক মুফতি ইসমাঈল সিদ্দীক। এ সময় প্রধান বিচারক হিসেবে উপস্থিতি ছিলেন হাফেজ মাও: হোসাইন আহমেদ, ক্বারী ইয়াকুব আলীসহ প্রমুখ। কুরআনের আলো প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় শতাধিক হাফেজ। এতে ৫ জন বিজয়ী হাফেজকে বিভাগীয় অডিশন প্রতিযোগিতায় অংশ গ্রহনে জন্য ইয়েস কার্ড দেয়া হয়েছে। তারা হলেন হাফেজ মো: আব্দুল্ল্যা আল সাকিব, মো: আবু সায়িদ মুরাদ, মো : আব্দুর রসিদ,মো: ইসতিয়াক, মো: মারুফুল ইসলাম।
সরেজমিনে মাদ্রাসা চত্বর ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে নানা পরিবহনের মাধ্যমে কুরআনের পাখিরা (প্রতিযোগীরা) সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করছে। সেই সঙ্গে স্বেচ্ছাসেবীরা তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।