পৃথিবী গোলাকার মানুষ চক্রাকার
বিশাল সমুদ্রের জীবন বক্রাকার;
নদীর বহমান পানির চলমান
অশান্ত পৃথিবীর দুষ্টের দুরাচার।
মানুষ মানুষের জীবন জীবনের
গতির বিবর্তনে অশান্তি সমাজের
অস্থির রাজনীতি লক্ষ্য পরিবর্তন
মানুষ স্বার্থপর দুর্নীতি বিরাজের।
জন্ম নেয় মানুষ যখন পৃথিবীতে
পরনির্ভরশীল পিতা-মাতার হাতে
ভোরন পোষনের খাওয়া দাওয়াতে
নিজের কর্মকাণ্ড পারি নাই করিতে।
জীবনের শেষান্তে মানুষ বৃদ্ধকালে
অক্ষম হয়ে পড়ে না পারে চলাচলে
সম্পূর্ণ জীবনের পরনির্ভরশীল
কাপড় পোড়াতে গোসলের মৃত্যুকালে।
সমস্ত পরের আশায় ভূবনে এলে
পিতা-মাতা শিশুকালে আর বৃদ্ধকালে
বেঁচে থাকা মানুষের করে দেখ ভালে
কবরে দাপনের চিতায় সবাসালে।
কিছুই করিতে পারনি মানুষ তুমি
জন্মিলে মাতৃগর্ভে মরনে জন্মভূমি
কবর বলো শশ্মান বলো সব মাটি
দর্প হরি চুর্ণ করে অহঙ্কারী তুমি।
হাসিলে আনন্দিত কাঁদিলে নিরানন্দ
পরের ধনে বিত্তশালী করে আনন্দ
আসিলে পৃথিবীতে বলো আমার খণ্ড
হানাহানি মারামারি করো কেন দ্বন্ধ।
কবি ও লেখক পরিচিতি :
সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ
ফ্রিল্যান্স সাংবাদিক, কবি ও
চাঙমা বর্ণমালা গবেষক।
সহ-সভাপতি
কেন্দ্রীয় কার্নির্বাহী সংসদ
ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ।
চেয়ারম্যান
খাগড়াছড়ি জেলা
আলোকিত মানবাধিকার সাংবাদিক সোসাইটি।
জেলা সমন্বয়কারী
ও
প্রতিনিধি, প্রধান কার্যালয়
দুর্নীতি দমন নাগরিক আন্দোলন।
আহবায়ক
খাগড়াছড়ি জেলা
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
রচনাকাল : শুক্রবার
আগষ্ট ২৭, ২০২১ খ্রিষ্টাব্দ।