লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একমাত্র পাবলিক লাইব্রেরিকে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ভাড়া দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে উপজেলার ছাত্র কল্যান ও স্বেচ্ছাসেবী, পেশাজীবিসহ বিভিন্ন সংগঠন।
কয়েকটি সংগঠনের যৌথ বিবৃতি তুলে ধরা হলো:
শিক্ষায় সমৃদ্ধি এবং বইয়ের প্রতি আগ্রহ তৈরির জন্য রায়পুর উপজেলা পর্যায়ে একটি মাত্র পাবলিক লাইব্রেরি রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, লাইব্রেরিটি বন্ধ করে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেয়ার বন্দোবস্ত হচ্ছে।
আমরা, রায়পুরের ছাত্র কল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।
প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শিক্ষার্থীদের লাইব্রেরি তথা পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহী করা তাদের দায়িত্ব। প্রশাসনের বাণিজ্যিক চিন্তাধারার এহেন সিদ্ধান্তে আমাদের সমাজের অগ্রগতির বিষয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন। জরুরি ভিত্তিতে সমাজ এবং শিক্ষার অগ্রগতি বিরোধী এ সিদ্ধান্ত বাতিল করুন।
ছাত্র-ছাত্রী কল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা চাই একটা শিক্ষিত ও আদর্শবান প্রজন্ম গড়ে উঠুক। পাবলিক লাইব্রেরিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি, পড়াশোনার পরিবেশ তৈরি এবং সহায়ক ভূমিকার প্রতিবন্ধক বাণিজ্যিক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত সোস্যাল মিডিয়ায় রায়পুর উপজেলা পাবলিক লাইব্রেরি ভাড়া দেওয়ার বিষয় নিয়ে ক্ষোভ জানায় নেটিজেনরা।
দেশ যুগান্তর/আরজে