লক্ষ্মীপুর পালের হাটে ১৫.৭৫ শতাংশ জমি সংক্রান্ত বিরোধের জেরে খোরশেদ আলমকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে মিথ্যা অনধিকার প্রবেশ, ভাংচুর,লুটপাটের মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তোফায়েল আহম্মদ গংরা, সাংবাদিক সম্মেলন এ সকল তথ্য নিশ্চিত করেন।
শনিবার দুপুর ১.৩০ টায় স্থানীয় একটি প্রত্রিকায় কার্যালয়ে মোরশেদ গংদের এ মিথ্যা মামলায় প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন আবু তাহের, তোফায়েল আহম্মেদ গংরা।
সাংবাদিক সম্মেলনে আবু তাহের, খোরশেদ আলম,তোফায়েল আহমেদ, সফিকুল , রফিকুল ইসলাম বলেন, ২০১৩ সালে পালের হাট আইডিয়াল একাডেমি স্কুল প্রতিষ্ঠা করার লক্ষ্য মোরশেদ কামাল গংদের সাথে ১৫.৭৫ শতাংশ জমি ২০২৩ ইং সালের ১ ই সেপ্টেম্বর পর্যন্ত ১০ বছর চুক্তিনামা করা হয়।
মেয়াদ শেষ হলে ভাড়াটিয়া মোরশেদ গংদের ঘর ছেড়ে দিতে বললে শুক্রবার সকাল ৬ ঘটিকার দিকে মোরশেদ গংরা স্কুলটি ভাংচুর করে আমাদের মালিকানা সম্পক্তি জবর দখল করে চেষ্টা করে এবং আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে, যাহার মামলা নং জিআর ৩৮/২৩ ইং। যাহা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন, আমরা এই মিথ্যা মামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং আমাদের জমি থেকে তাদের স্থাপনা সরিয়ে নিয়ে আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করি।অভিযুক্ত মোরশেদ কামালকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার শাস্তি দেওয়া জোর দাবি জানাচ্ছি। অভিযুক্ত মোরশেদ আলম উত্তর হামছাদী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মৃত এমদাদুল ইসলামের মেজো ছেলে#
আলমগীর হোসেন(লক্ষ্মীপুর)
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.