প্রবাসীদের পাসপোর্ট নিয়ে দারুণ সুখবর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি জানান, প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ এক বছর বৃদ্ধির জন্য কোনো প্রকার ফি লাগবে না।
সৌদি আরবে তিন দিনের সফর শেষে বুধবার (১০ মার্চ) ঢাকায় ফিরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, সৌদিতে এক বছর পাসপোর্টের মেয়াদ বাড়াতে ২৫ রিয়াল ফি নেয়া হয়। এই ফি লাগবে না। তবে পূর্ণাঙ্গ মেয়াদ বাড়াতে ফি দিতে হবে।
সৌদি আরবে টিকা নেয়ার জন্য তাওয়াক্কাল অ্যাপে আবেদন করতে হয়। আমাদের প্রবাসীদের, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তারা টিকা নিতে পারছিলেন না। এক বছর মেয়াদ বাড়ালে তারা সেটা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব।
প্রবাসীদের নানা সমস্যার মধ্যে পাসপোর্ট সমস্যা অন্যতম। বিদেশের মাটিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে পাসপোর্ট সমস্যার সমাধানে অনেক সময় ঝামেলায় পড়তে হয়। মধ্যপ্রাচ্যে প্রবাসী কর্মীর পাসপোর্ট তার মালিকের কাছে জমা রাখতে হয়।
ফলে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও কর্মীরা বলতে পারেন না। ছুটি বা আকামা নবায়নের প্রয়োজন হয় তখন ধরা পরে। এজন্যে কর্মীদের এক বছরের হাতে লিখিত একটি জরুরি মেয়াদ করে দিলেও নির্দিষ্ট একটি ফি নেয়া হতো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.