অগ্রহায়ণের কুয়াশাচ্ছন্ন সকালে শিশুরা স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আসে পাঠদান শিখতে। কিন্তু বুধবারে সে চিত্র ছিল ভিন্ন। এইদিন শিক্ষার্থীদের কাঁধে ছিল না কোনো স্কুলব্যাগ। সবাই নানান সাজে অভিভাবকসহ বিদ্যালয়ে এসেছে পিঠা উৎসবে।
[caption id="attachment_7764" align="alignnone" width="300"] শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা[/caption]
নতুন ধানে নতুন প্রাণ, চলো মাতি পিঠার গানে" এই শ্লোগানে গ্রাম-বাংলার ঐতিহ্য চিরায়ত এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয় সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
কচি-কাঁচা শিক্ষার্থীদের আয়োজন পিঠা উৎসবে
নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই, দোল পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পাকান, আন্দশা, কাটা পিঠা, ছিট পিঠা, গোকুল পিঠা, ইলিশ পিঠা, চুটকি পিঠা, মুঠি পিঠা, জামদানি পিঠা, হাড়ি পিঠা, চাপড়ি পিঠা, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ আরও কত নাম ছিল স্টল জুড়ে! পিঠা উৎসবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক মিলনমেলায় পরিণত হয়।
উৎসব সফল করতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মঈনুল ইসলাম।
বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলী হায়দার পাটওয়ারী, প্রধান শিক্ষক আলী হায়দার, কামাল উদ্দিন, পিরোজ আলম, সহকারী শিক্ষক উৎপল চন্দ্র অধিকারী, আব্দুর রহিম প্রমুখ।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.