মোঃ জিয়াউল,পিরোজপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে শিক্ষার্থীরা গণমিছিল করেছে।
শুক্রবার বেলা ১১ টায় পিরোজপুর শহরের সিওঅফিস চত্ত্বর থেকে এ গণমিছিল শুরু হয়ে শহরের পুরাতন বাসস্টান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
পরে পুরাতন বাসস্টান্ডে গণমিছিল শেষে শিক্ষার্থীরা সেখানে বৈষম্যবিরোধী ছাত্রদের ৯ টি দাবী আদায়ের জন্য বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী খালেদ মহিউদ্দিন সাবাব, জারাফা আলম ছোয়া, ডি কে দিব্যা মনি সহ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা তাদের বক্তব্য বলেন, যারা শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের করা ৯ দফা দাবী মেনে নিতে হবে। তা না হলে শিক্ষার্থীদের এ আন্দোলন আরো কঠোর হবে আর যদি পুলিশ বা অন্য কেউ তাদের আন্দোলনে বাঁধা দিতে আসে তা হলে শিক্ষার্থী সমাজ তা প্রতিহত করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.