জামালপুরে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) মাদারগঞ্জ উপজেলার ভেলামারী এলাকায় মাদারগঞ্জ-জামালপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রাতে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ভারী কোনো যানবাহন তাকে চাপা দিলে তার মৃত্যু হয়। মরদেহটি রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার স্থান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনও পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া জায়নি।
অপরদিকে মেলান্দহে পানিতে ডুবে মজিবর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার নলেরচর এলাকায় ঝিনাই নদীতে এ ঘটনা ঘটে। মৃত মজিবর রহমান জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার জব্বার শেখের ছেলে।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, মজিবর রহমান নলের চর এলাকায় ঝিনাই নদী সাঁতার দিয়ে পাড় হওয়ার সময় নদীর মাঝামাঝি আসার পর নিখোঁজ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।