শেরপুর জেলা শহরের নতুন বাজার খরমপুর মহল্লায় প্রকৌশলী আব্দুল্লাহ্ ইবনে সাদিক শাহিনের বাসার ছাদে সখ করে লাগানো আম গাছে ফলন এসেছে পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়াজাকি’র। আগুন লাল রঙের দৃষ্টি নন্দন এই আমের প্রজাতিটি জাপানের মিয়াজাকি অঞ্চলের।
মিয়াজাকি আমকে এখানে কেউ বলেন ‘সূর্যডিম’ আম। মনে করা হয় এটি পথিবীর সবচেয়ে দামি ও পুষ্টিসমৃদ্ধ আমের জাত। বাংলাদেশ প্রথমবারের মতো এই আম চাষ হচ্ছে।
এই আম নেটদুনিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ করে ২০১৭ সালে, যখন জাপানের ফুকুওকা শহরের একটি ডিপার্টমেন্টাল স্টোরে নিলামে এক জোড়া আমের দাম ওঠে ৫ লাখ জাপানি ইয়োন। অর্থাৎ বাংলাদশি টাকায় সাড়ে তিন লাখ টাকার উপর।
প্রৌকশলী আব্দুল্লাহ্ ইবন সাদিক শাহিন বলেন, মিয়াজাকি’ আম গাছটি সখ করে বাসার ছাদে লাগিয়েছিলাম । ফলনও এসেছে ভালো। তবে বাগান আকারে যদি এটি চাষ করা যায় তাহলে ভালো আয় করা সম্ভব।
বর্তমান বাজারে এর চাহিদা অনেক ও আন্তর্জাতিক বাজারেও বেশ কদর রয়েছে , যার ফলে মিয়াজাকি চাষে উচমূল্য পাওয়া সম্ভব।
দেশ যুগান্তর/আরজে