র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন ১নং রাজাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ বামুলাপাড়া এলাকার ইয়ার আলী খানের ওয়াকফ স্টেটের লবণের মাঠের খাল সংলগ্ন টং ঘরে একজন ব্যক্তি অবৈধ উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০২ মার্চ ২০২৩ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও উক্ত ঘর তল্লাশী করে তাদের হেফাজত হতে ০১টি ওয়ান শুটার গান, ০১টি এলজি পিস্তল ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার এবং ০১টি স্মার্ট ফোন ও ২,০০০/- (দুই হাজার) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় - জয়নাল আবেদীন (৩৪), পিতা-রহমত উল্লাহ, সাং-বামুলা পাড়া, ৪নং ওয়ার্ড, ১নং রাজাখালী ইউনিয়ন, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করে। সে দেশীয় তৈরী এ সকল আগ্নেয়াস্ত্র অত্যন্ত সু-কৌশলে স্থানীয় বিভিন্ন দুস্কৃতিকারী এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের নিকট বিক্রয় করতো বলে জানায়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার পেকুয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.