প্রতারণা মামলায় মাসুদ নামের এক প্রতারককে এক বছর ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সোমবার (১১ মার্চ) লক্ষ্মীপুর জর্জ কোর্টের বিচারক এই রায় ঘোষণা করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গেল বছর নিজাম নামের এক ব্যবসায়ীর সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ করার ঘটনার মামলায় মাসুদ হোসেন নামের ওই প্রতারককে (১৪ নভেম্বর'২২) সোমবার গ্রেফতার করে পুলিশ। পরে মিমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জেল থেকে ছাড়া পান।
মাসুদ রায়পুর উপজেলার বামনী ইউপির আবুল বাশারের ছেলে। মামলার বাদি নিজাম সদর উপজেলার বাসিন্দা ও কাজির দিঘির পাড় বাজারের ব্যবসায়ী।
ব্যবসায়ী নিজাম জানান, মাসুদ জেল থেকে বের হয়ে এ বিষয়ে কোন মিমাংসা করেনি। আমি মামলা চালাতে থাকি। আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.