খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ২৪৩ নং পূজগাঙ মৌজার মিজ্জিটিলার মধু মঙ্গল পাড়ার সুনামধন্য কার্বারী বিশিষ্ট মরুব্বী সমাজ সেবক খ্যাতিমান প্রবীন কার্বারী প্রয়াত শ্রীযুক্ত মধু মঙ্গল কার্বারী (চাকমা) ৮৪ বছর বয়সে বার্ধন্য জনিত কারণে তাঁর নিজ বাস ভবনে গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় পরলোক গমণ করেছেন। অনিচ্চাবত সাংকারা। সব্বে সত্ত্বা সুখিতা ভবন্তু।
আজ তাঁর দুপুর ১টার পর তাঁর অন্তেষ্ঠিক্রিয়া গ্রামের মহাশ্মশানে অনুষ্ঠানের সিদ্ধান্ত করেছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়। তিনি পুত্র-কণ্যা নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব রেখে গেছেন। প্রয়াত মধু মঙ্গল কার্বারী গ্রামের প্রধান নন। তিনি পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্যও। এছাড়া মধু মঙ্গল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা। তিনি খুবই অমায়িক, বুদ্ধিমত্তার অধিকারী, দয়ালু জনদরদীও বটে।
প্রবীন মেম্বার জ্যোতি মোহন চাকমা বলেন, প্রয়াত মধু মঙ্গল কার্বারী খুবই সাহসী বিচক্ষণ জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তিত্বের শরুব্বী ছিলেন। খাগড়াছড়ি জেলার কার্বারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত হেম রঞ্জন কার্বারী বলেন, প্রয়াত মধু মঙ্গল কার্বারী আমার পিতৃ সমতুল্য। তিনি আমাদের মুরুব্বী ছিলেন। তিনি একজন জ্ঞানী ও গুণী ব্যক্তি। তাঁর জীবদ্দশায় এলাকার বহু উন্নয়ন হয়েছে এলাকার নিরীহ মানুষের উপকার করে গেছেন। পানছড়ি উপজেলার কার্বারী এ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীযুক্ত সত্য নারায়ণ চাকমা (কার্বারী) বলেন, প্রয়াত মধু মঙ্গল কার্বারী অত্যন্ত ভালো ব্যক্তি, ভদ্র নম্র অমায়িক ব্যক্তিত্ব। তিনি তাঁর সদগতি কামনা করেন।
পানছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্রীযুক্ত বকুল চন্দ্র চাকমা বলেন, প্রয়াত মধু মঙ্গল কার্বারী একজন সমাজ সেবক, মানুষের হিতাকাঙ্খীও বটে।
পানছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা বলেন, আমরা একজন গুণী ব্যক্তিকে হারালাম। তিনি খুবই পরিশ্রমী এবং সদালাপী ছিলেন। কলেজ প্রতিষ্ঠা কালীণ তিনি (প্রয়াত) যে পরিশ্রম করেছেন তা কখনও আমরা ভূলতে পারব না এলাকার মানুষ ভূলতে পারবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.