ইউনিয়ন বিএনপির সভাপতি ও পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ওই পরিষদের সচিবের কাছে অসহায় এবং টিসিবি, ভিজিএফসহ সকল কর্মকাণ্ড তার অগোচরে সচিব করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সচিবের অপসারণ ও বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের।
রোববার (২৩ মার্চ) দুপুরে ওই পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে ইউপি প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামিম ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চেয়ারম্যানকে না জানিয়ে করছেন এমন অভিযোগ তুলে একটি বক্তব্য দেন পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের পাটওয়ারি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই বক্তব্যে তিনি অভিযোগ করেন, আমি ফ্যাসিবাদের আমলে জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। জনগণ আমাকে ভোট দিয়েছে। কিন্তু সচিবের স্বেচ্ছাচারিতার কারণে জনগনকে দেওয়া আমার ওয়াদা বাধাগ্রস্ত হচ্ছে। আমার পরিষদের সচিব আমার কোন কথা শুনছে না।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় এলাকাবাসী রোববার (২৩ মার্চ ) দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কালাম গাজী লিটন, জাহাঙ্গীর আলম মজুমদার ও মো. মিজানুর রহমান পাঠান। তারা বলেন, গোলাম মোস্তফা শামিম আমাদের পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর পূর্বেও তিনি যেখানে দায়িত্ব পালন করেছেন,সেখানেই দূর্নীতির রাজত্ব কায়েম করেছেন। তিনি উপজেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতির প্রভাব খাটিয়ে কখনো টিসিবি, আবার কখনো ভিজিএফের চাল, নলকূপসহ নানান প্রকল্প ও প্রত্যয়নপত্র, ওয়ারিশ সনদে অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়ম করে চলছেন। তাকে পতিত আওয়ামী লীগের দোসর দাবি করে তারা বলেন, এই সচিবের অপকর্ম তার পূর্বের কর্মস্থলে গেলে প্রমাণ পাওয়া যাবে। তাই দূর্নীতিবাজ সচিবের অবিলম্বে অপসারণ ও তার সকল অপকর্মের বিচার দাবি করছি।
এব্যাপারে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল শামিম বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। লোকজন না জেনে এসব মন্তব্য করছেন।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, সচিবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের সংবাদ জেনেছি। অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2025 দেশ যুগান্তর. All rights reserved.