স্টাফ রিপোর্টারঃ ফরিদগঞ্জে সাংবাদিকদের সাইবার হামলা করে ঘুম হারাম করছেন রাকিবুল হাসান নামের তরুন।
গত কিছুদিন যাবৎ ফেসবুক একাউন্টের নিরাপত্তা নিয়ে সঙ্কায় আছেন ফরিদগঞ্জ উপজেলার মূল ধারার বেশ কিছু সংবাদকর্মী। আওয়ামী লীগের বিরুদ্ধে লেখার অভিযোগ এনে বিদেশে অবস্থান করে সাইবার হামলা করে যাচ্ছেন ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রাবাজার এলাকার হ্যাকার রাকিবুল হাসান।
এখন পর্যন্ত অন্তত ১০ জন সংবাদকর্মীর ফেসবুক একাউন্ট নষ্ট করার খবর পাওয়া গেছে।অনেক সংবাদ কর্মীকে “ক্রাক প্লাটুন ও রাজ্যসভা টিম” নামক একটা গ্রুপ থেকে হুমকি দিচ্ছেন এই তরুন।
এ বিষয়ে এক সংবাদকর্মী জানান, আমরা থানায় অভিযোগ জানিয়েছি কিন্তু হ্যাকার বিদেশে অবস্থান করায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
সংবাদকর্মীরা নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশন করলেও আওয়ামী লীগ সমর্থতিত এই হ্যাকার বার বার সাইবার হামলা চালিয়ে যাচ্ছেন। আমরা এই হ্যাকারের জন্য অতিষ্ঠ।