ফরিদপুরে বালির ট্রাকের চাপায় মমিন (২৫) নামে নববিবাহিত একজন পাঠাও চালকের মৃত্যু। শনিবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনের বাড়ি পাবনা জেলায়।
তার সহকর্মীরা জানান, পাঠাও কুরিয়ারে ডেলিভারি দিয়ে মোটরসাইকেলে করে তারা একটি রেস্টুরেন্টে যাচ্ছিলেন। পথিমধ্যে মুজিব সড়কে ডিসি অফিসের সামনে পৌঁছালে সড়কের বিটের কাছে এসে সিএন্ডবি ঘাট থেকে আসা একটি বালিবাহী ট্রাক (ফরিদপুর-হ-১১-৬৩৫৫) তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। ট্রাকের চাপায় মমিনের শরীরের উপরের অংশ পুরো থেৎলে যায়। খবর পেয়ে তার সহকর্মীরা এসে ঘটনাস্থলে ক্ষোভ প্রকাশ করতে থাকে। অসংখ্য মানুষ দুর্ঘটনার খবর পেয়ে সেখানে জড়ো হন।
এদিকে দুর্ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইমদাদ হুসাইনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন। তারা বিক্ষুব্ধদের শান্ত করেন এবং ট্রাক চলাচল নিয়ন্ত্রণের আশ্বাস দেন। বিক্ষুব্ধরা জানান, শহরে দিনেরাতে হরহামেশা নম্বরবিহীন ট্রাকে বালি পরিবহন করা হচ্ছে। অতি সম্প্রতি শহরের বিভিন্নস্থানে চলাচলের অনুপযোগী বিট দেয়া হয়েছে। এতে সড়কে বালি পড়ে আরো বেশি দুর্ঘটনা ঘটছে। জনসাধারণের খুবই সমস্যা হচ্ছে।
রিপোর্ট লেখার সময় নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত মোমিন শহরের আলীপুর একটি মেসে থাকতো বলে জানা গেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ট্রাকের চাপায় পাঠাও চালকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।