আন্তর্জাতিক ডেস্ক :
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত বছরের ৩ নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন তিনি। ভোটে তিনি যে জয়ী হবেন না তা বুঝতে পেরেও, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভোট জালিয়াতির অভিযোগ এনেছিলেন। করেছিলেন বিভিন্ন রাজ্যে মামলা। এমনকি ভোট পুনরায় গণনা করতে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের ওপরও চাপ সৃষ্টি করেছিলেন।
সেই চাপ প্রয়োগের একটি ফোনালাপ ফাঁস হয়ে গেছে। ব্যাটলগ্রাউন্ড বলে পরিচিত জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট অফিসের প্রধান তদন্তকারী কর্মকর্তা ফ্রান্সিস ওয়াটসনের সঙ্গে গত ডিসেম্বরে তিনি ফোনালাপ করেন। তখন তিনি ওই কর্মকর্তাকে ফলাফল পরিবর্তন করার জন্য চাপ দিয়েছিলেন।
মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফোনালাপটি ছয় মিনিটের। এতে ফ্রান্সিস ওয়াটসনকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘জর্জিয়ায় সবকিছু জিতেছি এবং এটা আমি জানি। এমনকি দেশের জনগণও এটা জানে। সেখানে নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে। আমি এই রাজ্যে হারতে পারি না।’
তিনি পুরনো স্বাক্ষরের সঙ্গে ভোটদাতাদের নতুন স্বাক্ষর মিলিয়ে দেখার অনুরোধ করেন এবং বলেন, ‘ভোট জালিয়াতির প্রমাণ বের করে এনে সঠিক ফলাফল প্রকাশিত করতে পারলে আপনাকে (ফ্রান্সিস ওয়াটসন) মূল্যায়ন করা হবে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.