ফেসবুকের নিরাপত্তা বিভাগ ইন্টার্ন হিসেব যোগ দিয়েছেন শেরপুরের মেয়ে জারিন ফাইরাজ মুন। তিনি তিন মাসের ইন্টার্নশিপ করবেন ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে।
মুন যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়েছিলেন। নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডর স্টানি ব্রুক ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন তিনি। বর্তমানে বাসায় থেকেই তিনি ইন্টার্নশিপ করবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ফেসবুকের নিউইয়র্ক অফিসে গিয়ে কাজ করতে পারবেন।
জারিন ফাইরাজ মুন'র ফেসবুক আইডিত গিয়ে দেখা যায় ইট্রাত লেখা আছে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার ইন্টার্ন অ্যাট ফেসবুক।
জারিন ফাইরাজ মুনরে বড় ভাই ফাহাদ বিন সাঈদ পিয়াস বলেন, গত মার্চ মাসে ৩ ধাপে ফেসবুকে মুনের ইন্টারভিউ নেয়। তারপরই তাকে চূড়ান্ত করে। সম্ভবত ২৫ বা ২৬ মে সে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করছে।
জানা যায়, মুন ২০০৮ সালে শেরপুরের দিশা প্রিপারটরি অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি পাস করে, এইচএসসি পাস করেন ২০১০ সালে, শেরপুর সরকারি কলেজ থেকে। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন তিনি। পরে একই বিভাগে তিনি শিক্ষক হিসেব যোগদান করেন।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.