সাম্প্রতিক সময়ে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সড়ক ও ট্রেন দুর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে । গত ২৮ মে ফ্রান্সের প্যারিসের নিকটবর্তী সারসেল রেল স্টেশনে সন্ধ্যায় ট্রেন দুর্ঘটনায় “সাইফ উদ্দিন” নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে এবং ফ্রান্সের লিল শহরে মোহাম্মদ আলী নামে আরো এক বাংলাদেশীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ।
নিহত এই দুই প্রবাসীর বাড়ি দেশের বাড়ি বৃহত্তর সিলেট অঞ্চলে । তাদের মধ্যে “সাইফ উদ্দিনের ” দেশের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে ।
Gare sarcelles এলাকাতে বসবাসকারী একাধিক বাংলাদেশী জানিয়েছেন ২৮মে সন্ধ্যার দিকে তিনি gare du nord যাওয়ার সময় মাথা ঘুরিয়ে রেললাইনে পড়ে যান । তখন দ্রুতগতিতে আসা ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে সাইফ উদ্দিনের মৃত্যু হয় । পুলিশ এসে লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে । তবে পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত দুর্ঘটনার আসল কারণ নিশ্চিত করে বলা যাবে না ।
মরহুম সাইফ উদ্দিন দীর্ঘ দিন ধরে ফ্রান্সের সারসের এড়িয়াতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন । উনার ৫ মেয়ে ও স্ত্রী এবং একাধিক আত্মীয় ফ্রান্সে বসবাস করছেন ।
অন্য দিকে মোহাম্মদ আলীর দেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জের জগন্নাথ পুরে । তিনি লিল শহরের বসবাস করতেন । তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানাযায়নি । তবে সেখানে বসবাসকারী এক প্রবাসী বাংলাদেশিকে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ও মরহুমের পরিচিতি আত্মীয় স্বজনের খোঁজ পেতে সহযোগিতা কামনা করেন । পরবর্তী ঐ বাংলাদেশী সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত মোহাম্মদ আলীর পরিচয় পেতে Facebook পোস্ট করে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন । এতে দেশে থাকা তার আত্মীয় স্বজনদের পরিচয় পাওয়া যায়।
(উল্লেখ গত মাস খানেক আগে প্যারিসে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু হয় এবং প্রায় ৫ মাস আগে ট্রেন দুর্ঘটনায় অপর এক বাংলাদেশীর মৃত্যু হয় )
সড়ক ও ট্রেন দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুতে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে । সমাজিক যোগাযোগ মাধ্যম Facebook কে কমিউনিটির নেতৃবৃন্দ মরহুমদের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।
কমিউনিটির নেতৃবৃন্দ ফ্রান্সে বসবাসকারী প্রবাসীদের ট্রেন ও গাড়িতে যাতায়াতের সময় সতর্ক হয়ে চলাফেরা করার অনুরোধ করেন । বিশেষ করে যারা মোটর সাইকেল দিয়ে খাবার ডেলিভারি করেন তাদেরকে সতর্কতার সহিত গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছেন ।
মরহুমদের পরিবারের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন ।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.