বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) এর সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধায়নে, বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৪১ (একচল্লিশ) টি চোরাই মোবাইলসহ ৪ চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
বগুড়া ডিবির একটি টিম গত (১৬জুন) বুধবার ০৫.২৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ০১ নং রেলগুন্টি সেলিম হোটেলের পশ্চিম পার্শ্ব রেলওয়ে হর্কাস মার্কেটের সংলগ্ন সোনালী বীজ ভান্ডারের সামনে হইতে ৪১ (একচল্লিশ) টি চোরাই মোবাইলসহ ধৃত আসামী ১। মোঃ মোখছেদুর রহমান ওরফে মিনার (২৯), পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-ফুলবাড়ী দক্ষিনপাড়া, ২। মোঃ জাকির হোসেন (২৮), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-সাং উত্তর চেলোপাড়া, এপি/ সাং-শামীম এর বাসার ভাড়াটিয়া, সাং-চকসূত্রাপুর জহুরুলপাড়া, ৩। মোঃ রায়হান মন্ডল (২৩), পিতা-মোঃ দুলাল মন্ডল, সাং-জহুরুলপাড়া (কসাইপট্রি) সকলের থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া ৪। মোঃ রফিকুজ্জামান (৩৫), পিতা-মৃতঃ ইদ্রিস শেখ, সাং-নওড়া ভাদুলিয়া, থানাঃ-কাশিয়ানী, জেলাঃ -গোপালগঞ্জ, এপি/ সাবানা এর বাসার ভাড়াটিয়া, সাং জহুরুলপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ মোখছেদুর রহমান@ মিনার ও ৩নং আসামী মোঃ রায়হান মন্ডল বগুড়া সদর ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ৪ টি ডাকাতির প্রস্তুতি সহ বিভিন্ন মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.