১৫ আগষ্ট ,রবিবার সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ছিচল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে বাঙালির মিলন কেন্দ্র বোম্বে গ্রীলে। গভীর শোক শ্রদ্ধা দোয়া প্রার্থনায় বাঙালির মুক্তি চেতনার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানকে স্মরণ করতে স্বাস্থ্যবিধি মেনে দেশপ্রেমিক নিষ্ঠাবান সাধারণ মানুষদের সমাগম ঘটে।
সংগঠনের সভাপতি মোয়াজ্জেম ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল আহসান শেলীর সঞ্চালনে রাত নয়টায় সভার কাজ শুরু হয়। প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফিজ সাব্বির আহমেদ।
আলোচনার প্রারম্ভে বাঙালির হৃদয় রক্তক্ষরণের চিত্র করিমুজ্জামান তুলে ধরলে শোকের ভাবগম্ভীর পরিবেশ তৈরী হয়। তারপরে শোকের অনল ছড়িয়ে দেন শামসুর রহমান শামু , কি আত্ম প্রত্যয় লড়াই করে বঙ্গবন্ধু বাংলার মানুষের স্বাধীনতা এনেদেন, সেই ইতিহাস তুলে ধরেন। জাতির জনক নেই কিন্তু জাতি আছে , স্বপ্নদ্রষ্টা নেই কিন্তু তাঁর পূরণ করছেন তাঁর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা , বলেছেন মোহাম্মদ নূর। জীবন ও যৌবনের তেরটি বছর কারার প্রকোষ্ঠে কাঁটিয়ে শত প্রতিকূলতার মাঝে বঙ্গবন্ধু বাংলার দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন , এ কথা উল্লেখ করে মোহাম্মদ জসীম প্রশ্ন রাখেন বঙ্গমাতা , শিশু রাসেলের কি অপরাধ ছিল ? জাতি এখন কিছুটা হলেও বঙ্গবন্ধুর প্রতি ঋণমুক্তির চেষ্টা করে আলোর পথে হাঁটছে। সকলকে নিষ্ঠাবান কর্মী হওয়ার আহবান জানান ফখরুল আহসান শেলী।
শামসুস তোহা, বাবু, শাহাজান কাজী , ইলিয়াস ঠাকুর, আকম রুমেল,আবিদ আমীর ,মনিরুল ইসলাম ,কনক রেজা, মাইনুল ,শাহিদ বঙ্গবন্ধুর জীবন দর্শন থেকে প্রত্যেকে শিক্ষা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির ভাষণে মোয়াজ্জেম ইকবাল বলেন , বঙ্গবন্ধু এখন জীবিতদের চেয়ে অধিক জীবিত। তাঁর অবিনাশী আদর্শ চিরপ্রবহমান থাকবে বাংলাদেশ এবং বিশ্বের নিপীড়িত মানুষের মধ্যে। তিনি ছিলেন বলে আজ আমাদের অস্তিত্ব বিদ্যমান।
আলোচনা শেষে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এরপর হাফেজ সাব্বিরের পরিচালনায় , বঙ্গবন্ধু , তাঁর পরিবারের সকল শহীদান , বাংলায় সর্বকালে স্বাধীনতা যুদ্ধে এবং একাত্তুরের বীর শহীদানদের আত্মার শান্তি কামনায় খোদার দরবারে করজোড়ে হাত তুললে হৃদয় বিদারক কান্নার রোল পরে। সর্বশেষে ভাত মাংস , ডাল , সালাদ মিষ্টি দিয়ে উপস্থিত সকলকে আপ্পায়ন করাহয়। অতঃপর অশ্রুভরাক্রান্ত অন্তরে সবাই বিদায় নেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.