মোঃরিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ সীড এসোসিয়েশনের (বিএসএ) তৃতীয় মেয়াদে নির্বাহী সদস্য নির্বাচিত হলেন নীলফামারীর ডোমারের আনোয়ার হোসেন। তিনি বন্ধন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট কার্যালয়ে হলরুমে কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৩-২৫ "গ্রুপ এ" সীড ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে ১০ জন সদস্য পদে কোন প্রতিদন্দি না থাকায় নির্বাচন বোর্ড তাদের নির্বাচিত ঘোষণা করে।
অন্য সদস্যরা হলেন, এম আনিস উদ দৌল্লা, মো: ফজলুর রহমান মালিক, শামিম আহম্মেদ, এ এইচ এম হুমায়ুন কবির, মোস্তফা কামাল, মো: আফছার উদ্দিন আকন্দ, মো: আলী আফজাল, এবিএম জিয়াউর রহমান, তাজোয়ার মো: আউয়াল।
মঙ্গলবার সন্ধ্যা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হাফেজ হারন-অর-রশীদ ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও "গ্রুপ বি" সীড ডিলার ভোট গ্রহণ শেষে ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে।
আগামী ৭ ডিসেম্বর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য পদের নির্বাচন সম্পূর্ণ হবে। বন্ধন জেনেটিক্স লি:(বন্ধন সীডস) এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন টানা তিন বার বিএসএ এর সদস্য নির্বাচিত হলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.