জামালপুরের মেলান্দহ পৌরসভাস্থ পূর্ব দিঘলবাড়ী এলাকার বাঘাবাড়ী থেকে শনিবার সকালে ১৬টি চটের বস্তায় ১৮ হাজার ৫’শটি নকল ব্যান্ডরোল লাগানো ৪ লাখ ৬২ হাজার ৫’শ বিড়ি জব্দসহ ফ্যাক্টরির মালিক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন বাঘা কে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর একটি দল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেন র্যাবের -১৪ এর জামালপুর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। তিনি জানান, গোপনে সংবাদ পেয়ে শনিবার সকালে ওই এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা।
এ সময় মৃত সাবেক চেয়ারম্যান আলহাজ বাদশা বাঘার ছেলে শাহিন বাঘা (৪০) কে নকল ব্যান্ডরোলসহ গ্রেপ্তার করা হয়। শাহিন বাঘা দীর্ঘদিন ধরে নিজ বিড়ি ফ্যাক্টরিতে অবৈধভাবে সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও কর পরিশোধিত জাল ষ্ট্যাম্প লাগিয়ে বাদশা বিড়ি তৈরি করছিলেন। এ ঘটনায় র্যাবের ডিএডি মোঃ রাশেদুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মেলান্দহ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.