খোকা গেছে যুদ্ধ করতে
সালাম করে মাকে,
মায়ের চোখে ঘুম আসেনা
রাত্রি জেগে থাকে,
চারিদিকে গুলির শব্দে
ডরে মায়ে কাঁপে,
নিরব কান্না বুকে রেখে
বিষন্ন মন তাপে,
বীরের বেশে গেছে যুদ্ধে
আসবে কবে ফিরে,
বিজয় মালা দিবো গলে
স্বপ্ন চোখে ঘিরে।
ফুল রেখেছি টবের জলে
গাথবো মালা ফুলে,
মায়ের দোয়া প্রভুর কাছে
বিছায় গুছা চুলে।
দরজাতে উঁকি মেরে
বারে বারে দেখে,
জয়ের নিশান আনবে খোকা
বিজয় উল্লাস মেখে।
বিজয়ের উল্লাস
কবি- শাহজালাল সুজন
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.