সিলেটের বিশ্বনাথে চিহিৃত মাদক সম্রাজ্ঞী ছমিরুন বেগম উরফে ছরি (৪০) ও তার সহযোগী সুমন মিয়া (২৭)’কে ৪২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় বিশ্বনাথ পৌরসভার দূর্যাপাকন এলাকা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।
ছমিরুন বেগম উরফে ছরি দুর্যাপাকন গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী আবুল বাশার তুহিনের স্ত্রী এবং সুমন মিয়া বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার এলাকার কলোনীর বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের নেতৃত্বে থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান, অমিত সিংহ, এএসআই রেদুয়ান মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ছমিরুন বেগম উরফে ছরি ও সুমন মিয়াকে ৪২ পিছ ইয়াবাসহ আটক করেন।
আটককৃত ছরিকে ইতিপূর্বেও মাদকসহ একাধিকবার গ্রেফতার করে পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.