সিলেটের বিশ্বনাথে করোনা ভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে আবদুস সাত্তার (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। (২৭ জুলাই) মঙ্গলবার সকাল ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃদ্ধের বাড়ি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দ্বিপবন্ধ বিলপার গ্রামে।
আবদুস সাত্তার’র ভাইপো পল্লীচিকিৎসক আলী হোসেন জানান, প্রথমে প্রচন্ড জ্বর ও সর্দি দেখা দেয় তার চাচা আবদুস সাত্তারের। এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হলে গেল ১২ জুলাই তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে নমুনা দেয়া হলে পরের শুক্রবার করোনা পজেটিভ রিপোর্ট আসে তাঁর। ওসমানীতে আইসিউ বেড খালি না থাকায়, সাধারণ বেডে দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন থেকে আজ সকালে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি। এর আগে সন্তান ভূমিষ্টের পর তাঁর ভাতিজি রাবেয়া বেগমও করোনায় পজেটিভ হয়ে মারা যান।
এদিকে, সন্তান জন্ম দেয়ার চার দিনের মাথায় গেল ১৬ জুলাই করোনায় মারা যান রাবেয়া বেগম নামের বৃদ্ধের আপন ভাতিজি। সিলেটে আইসিউ বেড না থাকায়, সংকটাপন্ন অবস্থায় ঢাকা নেয়ার পথে হবিগঞ্জ এলাকায় মারা যান তিনি।
সরকারি তথ্যমতে, আবদুস সাত্তারসহ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭ জন হলেও, প্রকৃত পক্ষে সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে অর্ধশতের উপরে মানুষ মারা গেছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.