সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাজস্ব বাজেটের আওতায় নদী ও উন্মুক্ত জলমহালে রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রথমে বাসিয়া নদীতে ১শ ৩০ কেজি মাছের পোনা আনুষ্ঠানিক ভাবে অবমুক্ত করা হয়।
পরে বেলা দেড়টায় উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর মৌজার বিল বন জলমহাল এবং সংলগ্ন প্লাবন ভূমিতে আরও ১শ ৯০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুস শহীদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু তাহের চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল-জুবায়ের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জসিম উদ্দিন প্রমুখ।