সিলেটের বিশ্বনাথে বাকপ্রতিবন্ধী কিশোর রুহুলকে নিখোঁজের তিন দিনপর গতকাল শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কাঁঠালবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে বিশ্বনাথ পুলিশ।
তার শরীরের একাধিক স্থানে মারধরের চিহ্ন রয়েছে। পরিবারে ধারণা, কেউ তাকে অপহরণ করে ওইখানে নিয়ে গিয়েছিল।
কিশোরের মামা রাকিব আলী সাংবাদিকদের জানান, আমাদের এলাকায় প্রায়ই ঘুরাফেরা করতে আসা জনৈক নারীকে আমরা সন্দেহ করছিলাম। সে অনুযায়ী তার ঠিকানা নিয়ে উদ্ধারের দিন কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ি এলাকায় মাইকিং করাই। এক পর্যায়ে মাইকের কাছে এসে গ্রামের এক মুরব্বি জানান, রুহুল তার জিম্মায় রয়েছে। তিনি তাকে উদ্দেশ্যহীন ঘুুরাফেরা করতে দেখে, তাকে নিরাপদ আশ্রয় দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
প্রসঙ্গত, ঈদুল আজহার দিন বিকেলে বাড়ির কাছেই পায়চারি করতে গিয়ে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী কিশোর রুহুল আহমেদ (১৩)। সে উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের বশর মিয়ার ছেলে। এর পরদিন বৃহষ্পতিবার তার পিতা বশর মিয়া
বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।