রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্যানিটারি মিস্ত্রি শহীদ ফয়েজ হোসেনের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের ঝউডগী গ্রামের বাড়িতে গিয়ে জামায়াত নেতারা শহিদ ফয়েজের বাবার হাতে সহায়তার টাকা হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, রায়পুর উপজেলা জামায়াতের আমির নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আবু রাসেল ও ইউনিয়ন জামাতের আমির মাস্টার মোঃ হাবিবুর রহমান সেক্রেটারি ইমাম হোসেন প্রমুখ।
জামায়াত নেতা রুহুল আমিন ভূঁইয়া বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশে দলের পক্ষ থেকে শহীদ ফয়েজের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়াও লক্ষ্মীপুর জেলায় শহীদ আরও ৭ জনের পরিবারকে এ পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে ১৪ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সময় (২১ জুলাই) রোববার সন্ধ্যায় ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হন মোঃ ফয়েজ। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিলের ঝাউডগী গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। ফয়েজ ঢাকায় স্যানিটারি কাজ করতেন। দিনে ৭০০ টাকা মজুরি পেতেন। সামান্য এই আয় দিয়ে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে সাইনবোর্ড এলাকায় ভাড়া থাকতেন। (২১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় সাইনবোর্ড এলাকার একটি ভবনে কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।