বগুড়ার ধুনটের নারায়নপুর গ্রাম ও মরিচতলা দক্ষিণ পাড়া গ্রামের রাস্তাটি সংস্কার করেন ভান্ডারবাড়ী একতা পরিষদ । ওই রাস্তা দিয়ে শত শত মানুষ বিভিন্ন কাজে চলাফেরা করেন। পায়ে হেঁটে যেতে পারলে ভ্যান, রিক্সা, অটো, মোটরসাইকেল চলার মত কোন অবস্থা ছিল না। প্রচুর পরিমাণ কাঁদা থাকায় যানবাহন চলাচল করতে ব্যাপক সমস্যা হতো। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বর কোন ভূমিকা পালন করেনি বলে দাবী গ্রামবাসীর। অবশেষ ভান্ডারবাড়ী একতা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা (মুকুল) বিষয়টি অবগতির সাথে সাথেই রাস্তাটি সংস্কারনের জন্য একতা পরিষদের সভাপতি ও সমাজসেবা সম্পাদকের সাথে আলোচনা করেন এবং তক্ষুনি সিন্ধান্ত নেন রাস্তাটি সংস্কারনের জন্য।
সমাজসেবা সম্পাদক আল-আমিন (সাদ্দাম) এর নেতৃত্বে একতা পরিষদের সদস্যদের নিয়ে রাস্তা সংস্কারনের কাজ শুরু করেন।
অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেন মোঃ গোলাম সরোয়ার তিনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য।
বড়বিলা ইট ভাটা থেকে রাবিশ ক্রয় করে রাস্তার কাজটি করেন ১২-১৫ জন একতা পরিষদের সদস্য।
তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাস্তাটিতে সরকারিভাবে কোনো সংস্কার কাজ করা হয়নি। বিভিন্ন স্থানে মাটি ধসে রাস্তা ভেঙে গেছে। অনেক স্থানে বড় বড় গর্ত। বৃষ্টি হলে সেখানে পানি জমে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার ভ্যান, রিক্সা চালক।
সমাজসেবা সম্পাদক আল-আমিন (সাদ্দাম) বলেন, রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল ফলে চলাফেরা অনেক কষ্টের ছিল তাই একতা পরিষদের পক্ষ থেকে রাস্তার সংস্কার করাতে এলাকাবাসী অনেক খুশি হয়েছে। আমরা সমাজ ও মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম করছি ভবিষ্যতেও করবো। ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.