যদি তুমি ভ্রমন বিলাসী হও, আর হাতে টাকা না থাকে, তাহলে তুমি জ্ঞানের মধ্যে নিমজ্জিত থেকে মনের চোখ দিয়ে দেখো পৃথিবীকে। মনের পাওয়ার শরীরের চেয়ে হাজার গুন বেশি। তাই সেই শক্তিশালী মন দিয়ে শরীরের যত্ন নেওয়া যায়। প্রত্যহ সকালে ঝাড়ু দিয়ে যেমন ঘর বাড়ি পরিষ্কার করা হয়, ঠিক তেমনি মনের আঙ্গিনাকে ভ্রমনের মাধ্যমে পরিষ্কার করুন।
আমি দেখেছি গ্রামের মানুষ বলে মোটামুটি খেয়ে বাঁচলেই হবে। তাই তারা কাজ করার সামর্থ্য থাকলেও বসে দিন কাটায়। কারণ প্রত্যেক দিন ১০০ টাকা রোজগার হলেই তাদের চলে যায়।
আপনি কি এভাবে বেঁচে থাকাকে ভালো বলেন? তাহলে তো এবার আপনি বলবেন মন থাকলে মন তো খারাপ হবে, ভালো হবে। কিন্তু যদি আপনি স্বাভাবিক থাকেন মন ভালো রাখার চেষ্টা না করেন তাহলে কেমনে ভালো হবে। ভুল মানুষকে দিয়ে শূন্যস্থান পূরণ করার চাইতে, শূন্যস্থান শূন্য থাকাই ভালো। আবেগ প্রবন মানুষের চাইতে, বিবেক প্রবন মানুষ অনেক ভালো। ধনী অসৎ মানুষের চাইতে গরীবের সততাই অনেক মূল্য।
চিত্র দেখা যাচ্ছে, মেঘাই ঘাট। যেখানে অনেক দূর থেকে মানুষ ঘুরতে আসে শুধু মনকে সুন্দর রাখতে। বিভিন্ন জায়গায় থেকে ঘুরতে আসে, ভান্ডারবাড়ী, পরানপুর, নারায়ণপুর,স্থলবাড়ী, ধুনট, শেরপুর সহ বিভিন্ন উপজেলা জেলা থেকে ঘুরতে আসে। অনেকে তাদের পরিবার সহ চলে আসেন মেঘাই ঘাটে। বিনোদনের জন্য বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা রয়েছে, নাগরদোলা, দোলনা। ভ্রমন প্রিয় মানুষদের জন্য বিভিন্ন রকম খাবারের দোকানীদের দেখা যায়, ঝালমুড়ি, আইস্কিম, বাদাম, আচার, আমড়া মাখা সহ অনেক কিছু।
ভ্রমন প্রিয় মাহবুব বলেন, বাসায় বসে মনকে অসুস্থ রাখতে চাই না। মহান রবের দেয়া সুন্দর প্রকৃতিকে দেখে মনকে সুস্থ রাখতে চাই। আমার শখ ভ্রমন করা আমি অনেক জায়গায় ঘুরেছি। সিলেট জাফলং সহ অনেক জায়গায়। বর্তমান করোনা কারণে কোথাও যাওয়া হচ্ছে না তাই মেঘাই ঘাটে ঘুরতে এসেছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.