শনিবার সকাল ১০টায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান শুরু হয়ে দুপুরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, কাজির দিঘির পাড় আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ, অত্র মাদ্রাসা-মসজিদ কমপ্লেক্স’র পরিচালক ও মাওলানা কফিল উদ্দিন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইমরান বিন নাজির।
অত্র মাদ্রাসার সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে, মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল আলিম ও দাউদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক আলী হায়দার পাটোয়ারী, জাহাঙ্গীর পাটোয়ারী, মাষ্টার নুরুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি আলী আহম্মেদ চৌধুরী, হাফেজিয়া এতিমখানার সেক্রেটারি নজির আহমেদ, সমাজ সেবক জসিম পাটওয়ারী, সৈয়দ আহমেদ চৌধুরী, মোস্তফা মিঝি, ইউছুপ জামিল, আহসান হাবীব, আজাদ হোসেন, শাহ আলম মিঝি, খোকন বেপারী, নবিউল্লাহ, জাকির চৌধুরী, রায়পুর প্রেসক্লাবেের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রায়পুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সকল ছাত্র-ছাত্রী শিক্ষকসহ এলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ বছর অত্র মাদ্রাসা থেকে ১৯ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে পরিচালক মাওলানা ইমরান বিন নাজির বলেন, লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন। কোরআন থেকে জ্ঞান আহরণ করে অনেক আপনাদের মতো অনেক ছাত্র দেশ বরেণ্য বক্তা হয়েছেন। দুনিয়ার মানুষ আজ জ্ঞান-বিজ্ঞান দিয়ে অনেক আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করেছে। প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য লেখা পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা জরুরি। চরিত্র অমূল্য সম্পদ, যার চরিত্র নেই তার কিছুই নেই। আশা রাখি সময় নষ্ট না করে ভালোভাবে পড়াশোনা করে দেশ গড়ার শ্রেষ্ঠ মানুষ হবে। যে যত বেশি মূল্য দিয়ে সময়কে কাজে লাগাবে সে তত বেশি জীবনের উন্নতি করতে পারবে।