ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১২ জন আটক করেছে বিজিবি-৫৮। সকালে মাটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয় তাদের।
আটককৃত হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার জামরীল ডাংগা গ্রামের রাজ্জাক আলী খন্দকারের ছেলে মো: সাজ্জাদ আলী খন্দকার (৪০), তার স্ত্রী মোছা: সাজেদা খন্দকার (২৮), ছেলে রাহাত আলী খন্দকার (৭) ও সাড়ে তিন বছরের মেয়ে মোছা: ফাতেমা খাতুন। একই গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মো: মুরাদ মোল্লা (৩৪), তার স্ত্রী ইসমত আরা (৩০), ছেলে মো: মাকসুদুল ইসলাম (১৪) ও নূর মোহাম্মদ (১২)। একই উপজেলার বড়নাল গ্রামের ইদ্রিস মল্লিকের মেয়ে মোছা: নিলুফা (৪৫)। একই জেলার সদর উপজেলার বাহিরগ্রাম গ্রামের শরিফুল ফকিরের মেয়ে মোছা: শিল্পী আক্তার (২২) এবং খুলনা জেলার দিঘলিয়া উপজেলার রাধামাধবপুর গ্রামের আকবর মোল্লার স্ত্রী নাজমা আক্তার (৪০)ও তার ছেলে রওশন খান (১৩)।
৫৮ বিজিবির সহাকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। মাটিলা বিওপির এলাকার সীমান্ত জুলুলী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ছাদের উপর হতে পাঁচ শিশু, পাঁচ নারী ও ২ জন পুরুষকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।
দেশ যুগান্তর/আরজে