আবার আসিব ফিরে এই লোকালয়ে,
সেই দিন হয় তো থাকিবে না বসন্তকাল।
থাকিবে শুধু শরৎকাল।
থাকিবে না শিমুলের ফুল।
থাকিবে শুধুই কাশফুল,
হয় তো বা শালিকের ঝাঁকে।
কিচিমিচির শব্দে বনে,
আসিব ফিরে তোমার টানে।
এই লোকালয়ের তীরে।
দেখিবে আমায় বিলের পাড়ে,
শাপলা ফুলের ভিরে।
আসিব ফিরে ধানের শীষে,
শিশির বিন্দু হয়ে।
কত আপন এই লোকালয়।
সাজিয়েছে কোন অপরুপ সাজে!
মনে পড়ে শুধুই এই লোকালয়।
রবিউল ইসলাম