হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা( নয়াহাটি) গ্রামের বৃদ্ধ স্বামী ও স্ত্রী সুভাষ রঞ্জন চৌধুরী এবং ঊষা রানী চৌধুরী'র একমাত্র বসতবাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে একদল ভূমি খেকো কুচক্রী মহল। সরজমিনে গিয়ে জানা যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা নয়া হাটি গ্রামের মৃত জমিদার সুরোজ বিকাশ চৌধুরী'র পুত্র বধূ সাব কাবলা দলিল মূলে দলিল নং ৩০৪৭/১৯৮০ইং তারিখে ক্রয় যুত সত্ত্বে। মালিক ও দখল কার থাকা অবস্থায়। গত সেটেলমেন্ট জরিপে উনার নিজ নামে রেকর্ড করে। বর্তমান বিএস খতিয়ান ১১৯ বিএস দাগ নাম্বার ৮১,৮২,৮৩,৮৭,এ যাবত ভোগ দখলে বিদ্যমান থাকা অবস্থায়। কিছুদিন যাবত একদল ভূমি খেকো ঊষা রানী চৌধুরী কে বাড়ি থেকে উচ্ছেদ করে উক্ত জমি দখল করার পায়তারা চালাচ্ছে। অভিযোগ উঠে যে প্রায় দুই বছর আগে ভূমি খেকো কুচক্রী মহলের সদস্যরা ঊষা রানীকে মধ্যরাতে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় ঠিক একই ভাবে গত মঙ্গলবার রাজমিস্ত্রি হরিপদ সরকারকে। ভাঙ্গা বাড়ি মেরামত করার জন্য আনা হলে। আবার পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে গ্রেফতার করার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগি ঊষা রানী চৌধুরী কে বাড়ি থেকে উচ্ছেদ ও বাড়ি মেরামত করতে বাধা দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হোসেন এ বিষয়টি অস্বীকার করেন। ভুক্তভোগি ঊষা রানী চৌধুরী বাদী হয়ে। মাধবপুর থানায় একই গ্রামের মৃত পরেশ পালের ছেলে, শংকর পাল সুমন, কানুপালের ছেলে জ্যোতির্ময় পাল (গোপাল) মৃত কার্তিক দাসের ছেলে আবু দাস, মৃত শচীন্দ্র দেবের ছেলে তাপস দেব, এবং পূর্ব তেলিয়াপাড়ার মৃত গিরিশ রায়ের ছেলে অনিল রায়। এদের আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।#
সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.