শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি

মালিপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী, জামালপুর:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ১৮ নং মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে গত ১৭ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা, বিভাগীয় উপ-পরিচালক, ময়মনসিংহ, জেলা প্রশাসক, জামালপুর, চেয়ারম্যান, জেলা পরিষদ জামালপুর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ সরিষাবাড়ী, উপজেলা নির্বাহী অফিসার, সরিষাবাড়ী, উপজেলা শিক্ষা অফিসার সরিষাবাড়ী ও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবে এক লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসীর পক্ষে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য কহিনুর ইসলাম।

অভিযোগে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ১৮ নং মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি গঠনে সরকারী নীতিমালা পরিপন্থী নবগঠিত বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি মাহবুবুল আলম এর কোন সন্তানাদি বিদ্যালয়ে অধ্যয়নরত না থাকলেও অদৃশ্য কারণে তিনি সভাপতি পদ হয়েছেন। মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জোসনা আক্তারের যোগসাজসে নবগঠিত কমিটির তালিকা উপজেলা শিক্ষা অফিসে দাখিল করেন। দাখিলকৃত উক্ত কমিটি ২রা জুন ২০২১ ইং তারিখ পর্যন্ত বিভিন্ন অনিয়মের কারণে কমিটি স্থগিত থাকে এবং ৩/০৬/২১ইং তারিখে কমিটি অনুমোদিত হয়। নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল আলম যে শিক্ষার্থীর অভিভাবক হয়েছেন ওই শিক্ষার্থী সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পুর্ব ছালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাইশা ২য় শ্রেনীর ছাত্রী যার রোল নং-৪২। একই ছাত্রী সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ১৮ নং মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী।তার রোল নং-১৮। ওই শিক্ষার্থী দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি গ্রহণ করছে বলে জানা অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে চাপা ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। তারা নবগঠিত কমিটি বাতিলের দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।

এ ব্যাপারে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল আলম জানান,আদালতের মাধ্যমে মাইশাকে আমার দত্তক মেয়ে হিসেবে নিয়েছি। তাই মাইশার অভিভাবক হিসেবে বিদ্যালয়ের সভাপতি হয়েছি।

জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম জানান, অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তের জন্য ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102