মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের মুগ্ধতা ছড়ানো ব্যাটিং জয় পেল বাংলাদেশ ইমার্জিং দল।
শুক্রবার (১২ মার্চ) শের-ই-বাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে উড়ন্ত জয়ই তুলেছে সাইফ হাসানের দল। ৮ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ ইমার্জিং দল।
চট্টগ্রামে প্রথম ওয়ানডে শুরুর পর পরিত্যক্ত হয়ে যায় কোভিড-বিভ্রাটে। পরের দুটিতে স্বাগতিকদের টানা জয়। সিরিজ জিতে এবার আইরিশদের হোয়াইটওয়াশের হাতছানি ইমার্জিং টাইগারদের সামনে।
চতুর্থ ওয়ানডেতে হোম অব ক্রিকেটে শুরুতে ব্যাট করা আয়ারল্যান্ডকে ৪৬.২ ওভারে কেবল ১৮২ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। পরে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৫১ বল অক্ষত রেখেই জয়ে নোঙর ফেলে।
আয়ারল্যান্ড উলভসের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত তানজিদ হাসান তামিম (২) ও ইয়াসির আলিকে (২) হারায় বাংলাদেশ। তারপর শুধু মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের মুগ্ধতা ছড়ানো ব্যাটিং।
জয় ও হৃদয় দেড়শ পেরোনো অবিচ্ছিন্ন জুটি এনে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ৮ চারে ১৩৫ বলে ৮০ রানে অপরাজিত থাকেন জয়। হৃদয় অপরাজিত থাকেন ৯ চারে ৯৭ বলে ৮৮ রানে। আগে সফরকারীদের কোনো ব্যাটসম্যানকে ফিফটি পেরোতে দেয়নি বাংলাদেশ। সর্বোচ্চ ৪০ রান মার্ক অ্যাডায়ের। ৩৫ এসেছে রুহান প্রিটোরিয়াসের ব্যাটে।
স্বাগতিকদের সুমন খান ৩১ রানে ৪ উইকেট নিয়ে সেরা। ২টি করে উইকেট নিয়েছেন মুকিদুল মুগ্ধ, রাকিবুল হাসান ও সাইফ হাসান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.